Sunday, November 16, 2025

কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম’কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়য়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা। বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলমের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী ও বিশেষ অতিথিগণ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম তাঁর শিক্ষকতা জীবন নিয়ে তথ্য বহুল ও জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ তাদের বক্তব্যে বিদায়ী প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এর বর্নাঢ্য শিক্ষকতা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article