Friday, November 28, 2025

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

Must read

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটের পরিবর্তে ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে “শ্যামনগরের সর্বস্তরের জনগণ” ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সড়কটি শ্যামনগরবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সওজ ও জনপদ বিভাগ ইতোমধ্যে রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তাহলে পরিকল্পনা অনুযায়ী ৩৪ ফুট প্রশস্ত করার বদলে ২৪ ফুটেই সীমাবদ্ধ রাখা হচ্ছে কেন—এ প্রশ্ন তোলেন তারা। বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ সড়ককে সংকুচিত রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে যানজট, দুর্ঘটনা ও চলাচলে মারাত্মক ভোগান্তি বাড়বে।
বক্তব্য দেন খাঁন আব্দুস সালাম, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক গ. ম. আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, মো. মনিরুল ইসলাম, ঠিকাদার মো. জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো. ফারুক হোসেন, শেখ জাকির হোসেনসহ আরও অনেকে। তারা বলেন, “জনগণের স্বার্থেই সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করতেই হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article