Friday, November 28, 2025

কলারোয়ার দেয়াড়ায় Counter Trafficking Committee (CTC) মিটিং অনুষ্ঠিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : কলারোয়ার দেয়াড়ায় Counter Trafficking Committee (CTC) মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকালে দেয়াড়া ইউনিয়ন পরিষদ হল রুমে CTC মিটিংটি অনুষ্ঠিত হয়। দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে CTC মিটিং এর বিষয়গুলিকে স্পষ্ট এবং নিরপেক্ষভাবে উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার এমআরএসসি কোঅর্ডিনেটর মো. হুমায়ূন রশিদ ।
এসময় ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যদের অংশগ্রহণে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে ওঠে। ইভেন্টে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক পুনর্বাসন খাতের সেক্টর স্পেশালিস্ট ইমরান হোসেন এবং এমআরএসসি ফিল্ড অর্গানাইজার মো. হাসান আল মামুন।
কমিটি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে চলমান প্রকল্প “Combating Human Trafficking through Strengthening 4ps” এর গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে একটি বিস্তৃত ব্রিফিং করা হয় । ব্রিফিংয়ে বলেন,মানব পাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে, দেয়াড়া ইউনিয়ন পরিষদের Counter Trafficking Committee (CTC) কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে এবং Combating Human Trafficking through Strengthening 4ps” প্রকল্পের সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমর্থন প্রদান করতে প্রস্তুত। আমরা একসাথে আমাদের কমিউনিটিতে একটি অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article