নিজস্ব প্রতিনিধি : ঐতহ্যিবাহী ও স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান কাটাখালী হাফিজিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন-২০২৫ ও দোয়া এবং ফজিলতপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ নভেম্বর ২০২৫ রোজ শনিবার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাটাখালী হাফিজিয়া মাদরাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে কাটাখালী হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে হাফিজিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন-২০২৫ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি তার বক্তব্যে কোরআন শিক্ষার জন্য দানের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সাদাকায়ে জারিয়াহ বা অবিরাম দান হিসেবে গণ্য হয়, যা তেলাওয়াতকারী ও শিক্ষার্থীর মাধ্যমে ক্রমাগত আশীর্বাদ বয়ে আনে এবং পরকালে এর প্রতিদান পাওয়া যায়। এই আহ্বান সমাজে কুরআন বিতরণ ও শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিতে, অভাবী ও কোরআনের শিক্ষার্থীদের সাহায্য করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তাদের জন্য সম্পদ কল্যাণ বয়ে আনে। ডান হাত দান করলে বাম হাত জানবে না এটা যেমন ইসলামের শিক্ষা। তেমনিভাবে প্রকাশ্যে দান করাও ইসলামের শিক্ষা ও উৎসাহিত করা । দুই ক্ষেত্রেই নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। ধন-সম্পদ মহান আল্লাহর দান। এর মধ্যে মহান আল্লাহ তাঁর অনগ্রসর বান্দাদের হক রেখে দিয়েছেন। সেই হকগুলো আমাদের আদায় করতে হবে।”
কাটাখালী হাফিজিয়া মাদরাসাটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। কাটাখালী হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দীক এর ঐকান্তিক প্রচেষ্টায় ও এলাকাবাসীর দান অনুদানে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদরাসার আজীবন সদস্য সম্মেলন-২০২৫ এ অত্র এলাকাবসী কোরআনের পাখি হাফেজদের সহযোগিতার নিয়তে পবিত্র কোরআন শিক্ষা ও মাদরাসার উন্নয়নকল্পে বাৎসরিক দান অনুদান প্রদান করেন। অনুষ্ঠানের শুরু থেকেই সনামধন্য আলেমগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জোহরের নামাজের পর দোয়া পরিচালোনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম। দোয়া শেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উৎসব মুখর পরিবেশে ধর্মপ্রান মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এলাকার স্বনামধন্য দ্বীনি এলেম শিক্ষা করার অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ৪০ জন ছাত্রদের ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে প্রতি বছর এই আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটাখালী হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী অহেদ আলী ও হায়দারসহ মাদরাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
