Sunday, December 7, 2025

আশাশুনি সদর থানা মসজিদে অনুদানের চেক প্রদান করলেন যুবলীগ নেতা মহিতুর রহমান

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনি সদর থানা জামে মসজিদে জেলা পরিষদের অনুদানের চেক প্রদান করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য, যুবলীগের সাধারণ সম্পাদক ও মসজিদের সভাপতি মহিতুর রহমান। ১৭ জুন ২০২২ রোজ শুক্রবার বাদ জুম্মা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের পক্ষে জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান মসজিদের জন্য বরাদ্দকৃত ১ লক্ষ ২০ হাজার টাকার প্রথম অগ্রিম চেক (ভ্যাট বাদে) ৫০ হাজার টাকার চেক মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহজাহান আলি, সাবেক মেম্বার রুহুল আমিন, আব্দুর রহমান মিঠু প্রমুখ। উল্লেখ্য, মহিতুর রহমান মসজিদের প্রথম সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বর্তমানে তিন তিন বার সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত মসজিদের উন্নয়নে ২য় ও ৪র্থ তলার ভেতর ও বাইরের প্লাস্টার করা, বাথরুম, অজুখানা সংস্কারসহ যে ওয়াদা করেছিলেন, তা একে একে পুরণ করতে পেরেছেন বলে উপস্থিত মুসল্লীরা জানান। সবশেষে বরাদ্দকৃত টাকা দিয়ে মসজিদের বাইরের দেওয়ালে রং করা হবে বলে জানাগেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article