আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বিকাল ৪ টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হাই এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলাল হোসাইন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী এস,এম শহীদুজ্জামান বাবলু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান, শ্রমিক নেতা হযরত আলী, সাবেক শিবির নেতা মোর্তাজুল হক, মোবারক আলী, আবুল কাশেম, মেম্বর সিরাজুল ইসলাম, সাবেক মেম্বর রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, নুরুজ্জামান প্রমুখ।
