Friday, November 28, 2025

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকালে স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের এসএসসি ব্যাচ মনোহরা স্টলে, দশম শ্রেণির শিক্ষার্থীরা রসনাবিলাস স্টলে, নবম শ্রেণির শিক্ষার্থীরা কিশলয় স্টলে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কুঞ্জবিলাস স্টলে এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ফুলকুড়ি স্টলে পিঠা প্রদর্শণ করে। নানা ধরণ ও সুদৃশ্য আকৃতির ২৮ রকমের পিঠার সমাহার ছিল স্টলগুলোতে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের। প্রধান শিক্ষক এস এম আবু ছাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, আইসিটি অফিসার আক্তার ফারুক বিল্লাল, স্কুলের সাবেক সভাপতি মিজানুর রহমান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article