Friday, November 28, 2025

আশাশুনি প্রেস ক্লাবে ড. শিহাব উদ্দীনের সংবাদ সম্মেলন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : মিথ্যাচার, ষড়যন্ত্র ও সম্মানহানিকর অভিযোগের সমালোচনা করে আশাশুনি প্রেস ক্লাবে অধ্যক্ষ ড. মোঃ শিহাব উদ্দীন সংবাদ সম্মেলন করেছেন। আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ড. মোঃ শিহাবুদ্দীন বলেন, আমি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ। আজ (রবিবার) বিভিন্ন সংবাদ পত্র ও অনলাইন পত্রিকা মাধ্যমে জানতে পারলাম, “পাওনা টাকা চাইতে গিয়ে আশাশুনিতে অধ্যক্ষ অপদস্ত” বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে। আশাশুনি প্রেস ক্লাবে দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গৌরপদ মন্ডল আমাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক। কেননা ০১/১২/২০২২ তারিখ আমি বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ থাকা অবস্থায় কি করে সেখানে অধ্যক্ষ নিয়োগ হবে? আমি ২৭/১২/২০২২ তারিখে সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করি। এবং সকল দায়-দায়িত্ব বুঝে দিয়ে ২৬/১২/২০২২ তারিখে ম্যানেজিং কামিটর নিকট আমার পদত্যাগপত্র দাখিল করি। অতএব উক্ত কলেজের কোন কার্যক্রমে আমার দায়-দায়িত্ব থাকার কথা না। সংবাদ সম্মেলনে গৌরপদ বলেছেন সে সভাপতির নিকট টাকা দিয়েছে, দিয়েছে কি-না সেটা আমার জানার বিষয় না।। সুতরাং ৭টি পদের নিয়োগের ব্যাপারে অর্থ আত্মসাতের সাথে আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা অবাস্তব ও কাল্পনিক। সে আমাকে ব্লাক মেল করার উদ্দেশ্যে ২০ সেপ্টেম্বর আমার বাড়িতে হাজির হয়। তাদের সঙ্গে অসৌজন্য মূলক আচরন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু এমন কোন ঘটনা ঘটেনি। বরং তারা আমার ভাব মুর্তি ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্য মাথায় নিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিরি কাল্পনিক অভিযোগের মাধ্যমে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিকারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article