Thursday, October 16, 2025

আশাশুনি প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা : ৫ নভেম্বর নির্বাচন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচ নভেম্বর দ্বি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। আজ ০৪ অক্টোবর ২০২৫ রোজ শনিবার সকাল দশটায় প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুজ্জামান আশিক, শিক্ষক সুব্রত দাশ, হাসান ইকবাল মামুন, রাবিদ মাহমুদ চঞ্চল, ইসমাইল হোসেন লিংকন প্রমুখ। সভায় আয় ব্যয়ের হিসাব শেষে (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ) পদে নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। ১০ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে ১৩ ও ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা মনোনয়ন পত্র ক্রয় করা যাবে। ১৫ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ সময়। ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও আগামী ৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article