আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ২২টি প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২৪ এর গ্রুপ পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।
তিনটি ভেন্যুর মধ্যে ইউনাইটড মাধ্যমিক বিদ্যালয় খাজরা ভেন্যুতে বালক পর্যায়ে ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা পর্যায়ে ৯০ নং ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ফাইনাল খলায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়। এই ভেন্যুর ৭টি ও অন্য ভেন্যুতে খেলে আসা ২টি দলের খলা অনুষ্ঠিত হয়।
আজ ০৫ জুন ২০২৪ রোজ বুধবার গ্রুপ পর্যয়ের শেষ খেলায় বালক পর্যায়ে পশ্চিম ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা মুখোমুখি হয়। নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করতে সক্ষম হয়। অপরদিকে বালিকা পর্যায়ে ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯০ নং ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এ খেলায় ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে।
