আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় আম চাষের ফলন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার বেলা ১১ টায় বুধহাটা ইদ্রিস মার্কেটে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইন্তেফা বালাইনাশক কোম্পানির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন ইন্তেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার মোহাম্মদ নাজমুল হোসেন, মনিরুজ্জামান মনির। আম চাষী সমিতির আশাশুনি উপজেলা সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, রমজান আলী, ফজল আলী, ফেরদৌস হোসেন, নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, বিপ্লব হোসেন, রিপন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।