আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের আলহাজ্ব মুজিবর খাঁ (৯০) দাফন সম্পন্ন হয়েছে। আজ ০১ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার বাদ জোহর বদরতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে মরহুমকে দাফন করা হয়।
জানাযা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনে এমপি পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা, বাইতুল মাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব দেছের আলী, যুব বিভাগের সভাপতি এনামুল ইসলাম, বাজার কমিটি সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, যুবদল সভাপতি মুরতাজুল ইসলাম প্রমুখ।
