Friday, November 28, 2025

আশাশুনির বিছট স্কুলের সামনে ফাটল

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙ্গন কুলের মানুষের মনে শঙ্কা বিরাজ করছে।
বিছট গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া খোলপেটুয়া নদীর ভাঙনের শিকার এখানকার পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ। গ্রামের বড় একটি অংশ ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানবার বেড়ী বাঁধে প্রতি বছর ভাঙ্গন লেগে থাকে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় কাজ করে আসছে। ভাঙন প্রতিরোধ ডাম্পিং এর কাজ করে গ্রামকে রক্ষার কাজ ইতিপূর্বে করা হয়েছে। কিন্তু বাঁধের কাছাকাছি দিয়ে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে হঠাৎ করে দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে ভাঙ্গন রক্ষায় উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপদের শঙ্কা করছে এলাকাবাসী।
সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মমিনুল হক ঘটনাস্থলে বৃহস্পতিবার ছুটে আসেন। ফাটলের ধরণ পর্যবেক্ষণ করে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের মাধ্যমে দ্রুত ভাঙন প্রতিরোধে ডাম্পিং এর কাজের আশ্বাস প্রদান করেন। এসময় সাংবাদিক তৌসিকে কাইফু উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article