Thursday, October 16, 2025

আশাশুনির প্রতাপনগরে বেওয়ারিশ লাশ উর্ধার

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ০৭ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে প্রতাপনগরের বিভিন্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অপরিচিত ব্যক্তিটি ঘুরে বেড়াচ্ছিল। তিনি নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম ছিলেন না। মঙ্গলবার বিকেলে নাকনা গ্রামে ঐ ব্যক্তি ইন্তেকাল করেন।
পরে স্থানীয়রা তার ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের চেষ্টা করেন, তবে কেউই তাকে নিজেদের স্বজন হিসেবে নিশ্চিত করতে পারেননি।
ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় দেখা দেয়। সংবাদ পেয়ে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতাপনগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী সরদার, ইউনিয়ন আমীর মাওঃ ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আশাশুনি থানার এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, বৈধ স্বজন পাওয়া গেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত কোনো দাবিদার পাওয়া যায়নি। কোনো দাবিদার না পাওয়া গেলে পোস্টমর্টেম শেষে সরকারি কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, লাশ বহন, দাফন ও কাফনের জন্য প্রতাপনগর ইউনিয়ন জামায়াত আর্থিক সহায়তা প্রদান করেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article