আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির চাপড়ায় ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে উভয় বাহনের দুইজন আহত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে আজ ২২ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিন চাপড়া বাসস্ট্যান্ডে চৌরঙ্গীর মোড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আশাশুনি মরিচ্চাপ ব্রিজ পার হয়ে দক্ষিণ চাপড়ার জাকির হোসেনের পুত্র ইনান (২২) বাড়ী ফেরার পথে দক্ষিণ চাপড়া বাসস্টান্ড চৌরঙ্গী মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের জনৈক তৌহিদুল ইসলাম (২৪) ইজিবাইক নিয়ে আশাশুনি অভিমুখে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল চালক ইনান ও ইজিবাইক ড্রাইভার তোহিদ আহত হয়। ইনান গুরুতর আহত হওয়ায় সাথে সাথে তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেল ও ইজিবাইক দুটোই সামনের দিকে ভেঙেচুরে তছনছ হয়ে গেছে।
