আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির আনুলিয়ায় ২ কি.মি. মাটির রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ ২৩ নভেম্বর ২০২৫ রোজ রোববার বিকাল ৫ টায় উপজেলার আনুলিয়া ইউনিয়নের আনুলিয়া টু নয়াখালি গামী ২ কি.মি. মাটির রাস্তা উদ্বোধন করেছেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক রুহুল কুদ্দুস। এলজিইডি’র মাধ্যমে ৬৪ লক্ষ ৩৪ হাজার ব্যয় বরাদ্ধে ২ কি.মি. মাটি দিয়ে রাস্তা তৈরী কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার, কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান বাচ্চু কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আব্দুল কাদের বাচ্চু, এসও ফেরদাউস হোসেন, ইউপি সদস্য আকলিমা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও শত শত রাস্তার উপকার ভোগী জনগন। উল্লেখ্য, উদ্বোধনকালে অতিথিবৃন্দ জানান, কাকাবাশিয়া টু বাগালী, আনুলিয়া টু পাইকপাড়া, আনুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মার্কাস মসজিদ টু চাঁদবাড়িয়া খেয়াঘাট পর্যন্ত সোলিং রাস্তা পিচ বা ঢালাই এবং কাচা রাস্তা সোলিং বা হিয়ারিং বোন্ড করার জন্য বাজেট পাশ হয়েছে। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই উল্লেখিত কাজ সম্পন্ন হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করা হয়।
