আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে সিপিপি’র উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধিমূলক মাঠ মহড়া’২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৪ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বিকাল ৪ টায় উপজেলার খাজরা ইউনিয়নের মৌলভী আব্দুল লতিফ কলেজ মাঠে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিপিপি খুলনা অঞ্চল খুলনার উপপরিচালক মু. আব্দুল লতিফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, ইউপি সদস্য ইয়াকুব আলী। সিপিপি উপজেলা টিম লীডার আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিপিপি ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ পূর্ব সতর্কতা, দুর্যোগকালীন সময়ে পরিবেশ-পরিস্থিতি ও করনীয়তা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন এবং দুর্যোগ পরবর্তী করনীয়তা সম্পর্কে কার্যক্রম প্রদর্শন করা হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মহড়া শেষে অংশগ্রহনকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
