আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে “জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের সুরক্ষা বিষয়ক (রিচ)” প্রকল্পের কার্যক্রম ডিসেমিনেশন ও লার্নিং-শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, শিক্ষণফল ও ২০২৬ সালের পরিকল্পিত কার্যক্রম উপস্থাপন করা হয়। সুইস দূতাবাস ও সুইস সংস্থা এনফাঁন্টস ডু মন্ডে (ইডিএম)-এর সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ই্এসডিও) প্রকল্পটি আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে মা ও শিশু স্বাস্থ্যের ওপর। রিচ প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবভিত্তিক উদ্যোগের মাধ্যমে এই ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথি ডেপুটি ডিরেক্টর, পরিবার পরিকল্পনা, সাতক্ষীরা রওশন আরা জামান বলেন, “স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও নিরাপদ পানির ব্যবস্থার মাধ্যমে রিচ প্রকল্প স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।”
সভাপপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু বলেন,
“স্থানীয় সরকার এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পরিচালিত এই প্রকল্পের কার্যক্রম দীর্ঘমেয়াদে আশাশুনির স্বাস্থ্যখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
ডিসেমিনেশন এবং লার্নিং-শেয়ারিং বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিচ প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক মাসুক। উদ্বোধনী বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ইডিএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল। ইএসডিও’র পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার শামসুল হক মৃধা। সভায় জানানো হয়, রিচ প্রকল্পের মূল ফোকাসের মধ্যে রয়েছে—ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যকেন্দ্র ও ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার সংস্কার, নিরাপদ পানির উৎস উন্নয়ন, জরুরি স্বাস্থ্যসেবায় ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স প্রদান এবং স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা লজিস্টিকস সহায়তা নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্প টিম এবং উপকারভোগী মা ও কিশোরীরা উপস্থিত ছিলেন। একজন উপকারভোগী মা বলেন, “এই প্রকল্পের সেবা পেয়ে আমাদের জীবন বদলাচ্ছে। এখন জরুরি স্বাস্থ্যসেবা, পরিষ্কার পানি এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তা সহজে পাচ্ছি।”
উল্লেখ্য, রিচ প্রকল্প অংশগ্রহণমূলক কমিউনিটি মূল্যায়নের মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করছে এবং উপকূলীয় মা, শিশু ও কিশোরীদের জন্য জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করছে।
