আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসীচি পালন করা হয়ে। দিবসের শুরুতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র নেতৃত্বে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনী করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে মাথে সকল প্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, আঞ্চলিক প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ জনের পরিবারকে ও ৩ জন জুলাই শহীদ পরিবার মোট ১০ জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
