আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ ০৩ নভেম্বর ২০২৪ রোজ রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মোঃ মোমরেজ আলী মোল্লা, এসআই রাজীব মন্ডল, এএসআই মোঃ আশিকুর রহমান অভিযান চালিয়ে পারিঃ জারিঃ ১৬/২০২০ (৩ মাসের সাজাপ্রাপ্ত) এর আসামী খাসবাগান গগ্রামের আমজেদ আলী গোলদারের ছেলে নজরুল ইসলামকে, ননজিআর-২৭/২৪ (আশাঃ) এর আসামী ফকরাবাদ গ্রামের মৃত ছাকাত গাজীর ছেলে সালাম গাজী, মৃত জবেদ আলী গাজীর ছেলে সাঈদ গাজী, সাঈদ গাজীর ছেলে নাছিমা বেগম, মানি জারী-০২/২০২২ এর আসামী ধান্যহাটি গ্রামের মৃত মতিলাল অধিকারীর ছেলে গোপাল অধিকারীকে ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
