এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে কোভিট-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব। দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়ন ও আয়োজনে এবং ইউনিসেফ’র অর্থায়নে কোভিট-১৯ প্রতিরোধে ঝুঁকি-যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে যোগাযোগ (উদ্বুদ্ধকরণ) জোরদার করার বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী কাকলী সরকারের পরিচালনায় কর্মশালায় আলোচনা রাখেন স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল গফ্ফার, থানা মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ ব্রহ্মচারী সুমন মহারাজ, হাফেজ সাইফুল্লাহ, হাফেজ ইউনুস আলী, হফেজ আবু জাফর, সমীরন চক্রবর্তী, শিবপদ চক্রবর্তী, মহাদেব চক্রবর্তী, তুষার কান্তি হালদার, সুভাষ চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় সার্বিক দায়িত্বে ছিলেন, শাহারুল ইসলাম, সেবা বিশ্বাস ও সাগর সরকার। কর্মশালায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় আলোচনার মধ্যে কোভিট-১৯ প্রতিরোধে করনীয় ও টিকা গ্রহণে উদ্বুদ্ধ করনে আলোচনা করার জন্য আহবান করা হয়।
