Friday, November 28, 2025

আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেয়াজ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। সহকারী কৃষি অফিসার দিপক কুমার মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, পিআইও সোহাগ খান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, এসএপিপিও বিল্লাল হোসেন। অনুষ্ঠানে ১৫৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। ২০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ৫০ জন কৃষককে গম, ৬০ জনকে সূর্যমুখী ও ১০ জন কৃষককে পেয়াজ প্রদান করা হয়। এরআগে সকল কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article