আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে দু’ ঘন্টার ব্যবধানে দু’জনের মৃত্যু হয়েছে। আজ ১০ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাদের একসঙ্গে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাগেছে শুক্রবার দিবাগত রাতে বালিয়াপুর গ্রামের মৃত তরফ আলী গাজীর ছেলে রজব আলী গাজী নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। একই গ্রামের ইজ্জত আলী গাজীর স্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী রিজিয়া বেগম কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আজ ১০ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাদের জানাযা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন হাফেজ মোহাম্মদ সাকিব হোসেন। এ সময় জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমির মাওঃ জিয়াউর রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
