আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা মৎস্যজীবিদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ জুলাই ২০২৫ রোজ বুধবার বিকালে আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আয়োজনে সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের ব্যবস্থাপনায় জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আছিফুর রহমান তুহিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বাজার চাঁন্নি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবি দলের নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক জিএম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, এপিপি এড. গোলাম গণি দুদু, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, আনোয়ারুজ্জামান সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, রামিম আব্দুল্লাহ, ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ প্রমুখ।