Friday, November 28, 2025

দেবহাটা উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ ২০২৪ রোজ রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা বিজিবি কোম্পানি সুবেদার আঃ লতিফ, সরকারী কেবিএ কলেজ শিক্ষক আবু তালেবসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংবাদকর্মীরা সীমান্তে বিশেষভাবে নজরদারি বাড়ানোর জন্য বিজিবিকে আহবান জানান। এছাড়া পবিত্র ঈদুল ফিতর যথাযথভাবে পালন করার জন্য সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article