Friday, November 28, 2025

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের অনুষ্ঠানসূচি

Must read

 

২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর/সুবিধাজনক সময়ে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ০১ পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালিত হবে। এছাড়া খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে ২৫ ও ২৬ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article