আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ১০ জুলাই ২০২৪ রোজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ কবির হোসেন, এএসআই মোঃ আব্দুল জব্বার অভিযান চালিয়ে চুরি মামলা নং- ২৪(১২)২০২৩ এর সন্ধিগ্ধ আসামী কুল্যা গ্রামের আজিজ সাহাজীর ছেলে সাইফুল সাহাজি, মহাজনপুর গ্রামের জামাল ঢালীর ছেলে গোলাম রসুল, মাদারবাড়িয়া গ্রামের কাওছার মোল্যার ছেলে রেজাউল করিমকে গ্রেফতার করেন। পৃথক অভিযানে সিআর-৭৯২/২১ (সাতঃ), এস/সি-৮১৯/২২ (০৪ মাস বিনাশ্রম কারাদন্ড) সাজাপ্রাপ্ত আসামী কাকবাসিয়া গ্রামের রফিকুল সানার ছেলে শিমুল আলী, বুড়িয়া গ্রামের আবুল কালাম গাজীর ছেলে আবু তালেবকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।