আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদরের বায়তুল মামুর জামে মসজিদের আহবায়ক নির্বাচিত হয়েছেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বদরুদ্দোজা সানা।
সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় ঈদগাহ ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে গত শুক্রবার জুম্মা নামাজে উপস্থিত মুসল্লিদের মতামতের ভিত্তিতে আশাশুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বদরুদ্দোজা সানাকে আহবায়কের দায়িত্ব অর্পন করা হয়। পরবর্তীতে সকল মুসল্লিদের সাথে মতবিনিময় করে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত মোঃ বদরুদ্দোজা সানা আহবায়কের দ্বায়িত্ব পালন করবেন।