আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল বাজারে খাদ্যদ্রব্যের গুণগত মান রক্ষায় বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়েছে। আজ ১৯ নভেম্বর ২০২৩ রোজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা দোকান পরিদর্শন করেন। পরিদর্শন কালে হলুদ ব্যবসায়ী রবিউল ইসলাম এর গুড়া হলুদের গুণগতমান ভালো না হওয়ায় তা বস্তাবন্দী করে কোম্পানির নিকট ফেরৎ দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। অন্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কে অবহিত করা হয়।