সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসুচীর আওতায় “অধিকার এখানে অধিকার এখনই” প্রকল্পের আয়োজনে বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজজন স্বাস্থ্য সেবা ও অধিকার নিয়ে গণমাধ্যম কর্মী ও ইউথদের মধ্যে দক্ষতা উন্নয়নের ওপর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর ২০২৩ রোজ রোববার সকাল ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক এম এ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে মুল বিষয়বস্তু তুলে ধরেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ব্র্যাকের ডুমুরিয়া শাখা ম্যানেজার শিব দাস, প্রকল্প কর্মকর্তা শিখা রানী, সাংবাদিক কাজী আবদুল্লাহ, শেখ মাহতাব হোসেন, সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, আব্দুল লতিফ মোড়ল, অরুণ দেবনাথ, এস রফিকুল ইসলাম, জাহিদুর রহমান বিপ্লব, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, মাহাবুর রহমান, সুব্রত ফৌজদার, সুমন ব্রহ্ম, গাজী আব্দুল কুদ্দুস, সেলিম আবেদ, নাছিম গাজী, মাসুম গাজী, ইউথ সদস্য বিথী রানী, বৃষ্টি দেবনাথ, ইমরান সরদার, নাজমুল হোসেন, শুভ দেবনাথ ও কৃতি মন্ডল প্রমুখ।