আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর ২০২৩ রোজ রবিবার সকাল ১০ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নিতাই কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, শিক্ষক অঞ্জলী রাণি ব্যানার্জী, সাংবাদিক জ্বলেমিন হোসেন, শিক্ষক দেবব্রত মুখার্জী, প্রণীতা রায়, লীলাবতি পাল, শিরিনা খাতুন, আফরোজা পারভীন প্রমুখ।