আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার বুধহাটা অঞ্চল প্রতিনিধি বিকাশ চন্দ্র বাছাড় শ্রেষ্ঠ সম্মাননা স্মারক প্রাপ্ত হয়েছেন। আজ ১৮ নভেম্বর ২০২৩ রোজ শনিবার সকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) তাকে পুরস্কৃত করে।
সাস পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব প্যাকেজিং ও মান সম্মত মাছ বিপননে অবদান রাখার জন্য তাকে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাস কার্যালয়ে লবণ পানি প্রবণ সাতক্ষীরা জেলার স্থানীয় প্রজাতির মৎস্য চাষ সম্প্রসারণ উপ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।