আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালিবাড়ি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ জগদ্ধাত্রী পূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর ২০২৩ রোজ শনিবার বেলা ৩টায় মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য বিপ্লব কুমার রায়ের সভাপতিত্বে সভায় সুকুমার বৈরাগী, মহাদেব গাইন, রতন গাইন, চয়ন মন্ডল, প্রণয় সরকার, গোঁসাই গাইন, পলাশ চক্রবর্তী, টিপু চক্রবর্তীসহ সিনিয়ার জুনিয়র সব সদস্যবৃন্দ ওগ্রামবাসী সভায় উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হহয়, সোমবার দিবাগত রাত্রে ভাগবত অনুষ্ঠান হবে। প্রধান বক্তা থাকবেন, আবু প্রদীপ কুমার পাল। পরের দিন মঙ্গলবার ধর্মীয় নৃত্য অনুষ্ঠান ও বর্ণাঢ্য আরতি, শঙ্কধ্বনি ও উলুধ্বনি, মোমবাতি প্রজ্জ্বলন, কবিগান অনুষ্ঠিত হবে। অংশ নেবেন কবিকার সরকার ও মানস সরকার। বৃহস্পতিবার মঞ্চস্থ হবে যাত্রাপালা সাত পাকে বাঁধা। শ্রষ্ঠাংশে বিশ্বজিৎ কুমার ও কুমারী প্রেমা। শুক্রবার সন্ধ্যায় আতশবাজির মাধ্যমে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।