মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ নভেম্বর ২০২৩ রোজ বুধবার শহরের সুলতানপুর পিটিআই মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন।
বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী সনদপত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষাণার্থী অংশ নিয়েছিল। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও প্রশিক্ষাণার্থীরা উপস্থিত ছিলেন।