আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ৮দলীয় আন্তঃগ্ৰাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোঁদাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ ০৬ অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার বিকালে বুধহাটা ইউনিয়নের নৈকাটি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নৈকাটি যুব সংঘের আয়োজনে খেলায় নৈকাটি যুব সংঘ একাদশ ও গোঁদাড়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এবং গোঁদাড়া ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বিজয় লাভ করে। সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন, মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোখলেছুর রহমান। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নৈকাটি যুব সংঘের সভাপতি ওয়েব ফাউন্ডেশনের উপজেলা কো-অডিনেটর রবিউল ইসলাম তোতা সহ যুব সংঘের নেতৃবৃন্দ।