মিহির, শিল্পাঞ্চল (খুলনা) : খুলনা রাষ্ট্রয়াত্ব আলিম জুট মিলের অবসারন অবসরকৃত ৯০ জন শ্রমিকের সঞ্চয়পত্র পাওনা পরিষদের দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশন খান জাহান আলী থানা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ২৫ মে ২০২৩ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় আলিম জুট মিল প্রধান ফটকের সামনে হতে লাল পতাকা মিছিলটি খুলনা যশোর মহাসড়ক দিয়ে ইষ্টান জুটমিল মোড় ঘুরে আলিম জুট মিলের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সভাপতি সরদার আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন কামরুজ্জামান মোল্লা, হাদিউজ্জামান, শহীদ সরদার, মজিদ শেখ, হাবিব গাজী, সিরাজ শিকদার, গনি বিশ্বাস, হান্নান, সিদ্দিক মোল্লা, মোঃ গফুর শেখ প্রমূখ। এ সময় সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ আগামী ২৯, ৩০, ৩১ মে প্রতি দিন সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত আলিম জুট মিল প্রধান ফটকের সামনে তিন দিনের অবস্থান কর্মসূচির ঘোষণা করেন।