সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে ২০২৩ রোজ বুধবার দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি। ইউপি সচিব শেখ আমিনুল ইসলামের পরিচালনায় বাজেট সভায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক শেখ নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা রেজাউল গোলদার, বাজার বনিক সমিতির আব্দুর রশিদ, ইউপি সদস্য সেলিনা বেগম, লাকী সুলতানা, মোছাঃ রোকেয়া খাতুন, মাহাবুর রহমান, শেখ ফিরোজ আহমেদ, মনোরঞ্জন দাশ, আজিজুর রহমান সরদার, এস এম কামরুল ইসলাম, বাবুল সরদার, মিজানুর রহমান খান, বিএম মাসুদ রানা ও মোঃ হাবিবুল্লাহ প্রমুখ। স্থানীয় জন সাধারণের অংশ গ্রহনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের স্বচ্চতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করণসহ গ্রামীন জনগণের জীবনমান উন্নয়নে এ সভার আয়োজন করা হয়। এছাড়া ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ, যুব ও শিক্ষিতদের মাঝে শিক্ষা ব্যবস্থা প্রসার ঘটানো, এলাকায় রাস্তাসহ যোগাযোগ ব্যবস্থা উন্নতি করণ, কৃষিকাজ, মৎস্য ও পশু পালনে প্রসার করা, নারীর ক্ষমতায়ন করাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় চলতি ২০২৩-২৪ অর্থ বছরে আয় ব্যয় হিসাব নির্ধারণ করা হয়েছে ১কোটি ৪৭ লক্ষ ৫০হাজার ৩’শ ৯২ টাকা।